চুল আর দাড়িতে পাক ধরেছে, বয়স ৮০ ছাড়িয়েছে। এক হাতে ভয়ঙ্কর জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) সেই ভয় জাগানিয়া কালো পতাকা আর অন্য হাতে একে ৪৭। একে ৪৭ হাতে নিয়েই মোহাম্মদ আমিন নামে এই প্রবীণ যুদ্ধক্ষেত্রে যেন শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস। আর তাকেই বলা হচ্ছে এখন পর্যন্ত আইএস-এর পক্ষে জিহাদে সক্রিয় থাকা সবচেয়ে প্রবীণ জঙ্গি।
তরুণদের জঙ্গিবাদে আগ্রহী করতে সম্প্রতি মোহাম্মদ আমিন নামে এই প্রবীণ জঙ্গির একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। আইএসের এই ভিডিও দেখেই আঁতকে উঠেছে ইন্টারনেট দুনিয়া।
পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, আইএসে নাম লেখানোর আগে চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের ইমাম ছিলেন মোহাম্মদ আমিন। কারণ ভিডিওতে তিনি বলেন, ‘তুর্কিস্তানে কী যন্ত্রণা সহ্য করতে হয়েছে গত ৬০ বছরে বলে বোঝানো যাবে না। মুসলিমদের ওখানে মানুষ বলেই গণ্য করা হয় না। জিহাদে অংশ নিতে বহু বছর আগেই আমার ছোট ছেলে বাড়ি ছাড়ে। কিছু দিন আগে সিরিয়ায় ওকে মেরে ফেলেছে পশ্চিমা সেনারা। ওই ভিডিও দেখার পরে আমিও মনস্থির করে ফেলি জিহাদে যোগ দেওয়ার।’
ভিডিওতে একে ৪৭-এর মতো বেশ কিছু অস্ত্র নিয়েও পোজ দিতে দেখা গিয়েছে তাকে। ৮০ বছর বয়সেও তিনি জঙ্গিদের থেকে সব ধরনের অস্ত্রচালনার প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছেন নিজ মুখেই।
ভিডিওতে আমিন জানান, প্রশিক্ষণ শেষ হওয়ার পর তার হাতেও অস্ত্র তুলে দেন আইএস কমান্ডাররা। তবে সরাসরি যুদ্ধে নামার অনুমতি মেলেনি। তাই কিছুটা হতাশ হলেও বেসক্যাম্প সামলানোও কম গর্বের নয়।
গোয়েন্দাদের ধারণা, সিরিয়ার কোনও একটা জায়গায় এই ভিডিওটি করা হয়েছে। ভিডিওতে বেশ কিছু দৃশ্যে জঙ্গি প্রশিক্ষণের ছবিও মিলেছে। তবে এই ভিডিওর উদ্দেশ্য যে নিছক এক জঙ্গির পরিচয় জানানো নয়, তা সম্পর্কে প্রায় নিশ্চিত গোয়েন্দারা। বরং তারা মনে করছেন, এই ভিডিওর মধ্য দিয়ে পরোক্ষভাবে চীনকে হুমকি দিয়ে রেখেছে আইএস।
