জীবনদীপের পক্ষ থেকে এবি পজিটিভ রক্ত দিলো করোনাযোদ্ধা বাংলাদেশ পুলিশের চাঁদপুর পুলিশ লাইনসের কনস্টেবল মোঃশরীফুল ইসলাম সরকার। গত ১৭ই জুলাই চাঁদপুরের মিডল্যান্ড হাসপাতালে রক্ত শূন্যতায় আক্রান্ত জেলা প্রশাসন কার্যালয়ের সিএকামইউডিসিএ মোঃমিজানুর রহমানের মা তরুফুন্নেছা(৬১) কে এই রক্ত দান করা হয়। এই সময় উপস্থিত ছিলো জীবনদীপের উপদেষ্টা ডি.কে মৃদুল দাস৷ করোনাকালীন সময়ে দেশ এবং জনগনের জন্য নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ। মোঃ শরীফুল ইসলাম সহ করোনাযোদ্ধা বাংলাদেশ পুলিশের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এড. বিনয় ভূষন মজুমদার ।