দেশকে শত্রুমুক্ত করতে ঐ নরপশু পাকসেনাদের রুখতে সেদিন নিজের জীবন বাজি রেখে রনাঙ্গনে অস্ত্র হাতে ঝাপিয়ে পরেছিলাম। সেদিন সংকল্প ও প্রত্যয় একটাই ছিলো দেশ স্বাধীন করবো। কিন্তু স্বাধীনতার ৪৫ বছর অতিবায়িত হলেও নব প্রজন্ম এখনও অনেক ইতিহাস জানা থেকে বঞ্চিত রয়েছে। ইতিহাস বিকৃতিকারীরা নব প্রজন্মকে ভুল তথ্য প্রধান করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বির্তকিত করছে। এ কথা গুলো জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক আঃ মান্নান মিজি একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, চাঁদপুরে ৭১ এর যুদ্ধকালীন সময়ে আগষ্টের শেষের দিকে বালিয়া ইউনিয়নের ইচলী ফেরী ঘাট দিয়ে ফেরী যোগে ফরিদগঞ্জে ঢুকতে পাকবাহিনী প্রস্তুতি নিচ্ছিলো। মুক্তিযুদ্ধকালীন সংঘঠক এড. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদ জাবেদ ও আঃ মমিন খান মাখন এ খবর জানতে পেরে আঃ মান্নান মিজি ও রফিকউল্লাহকে পাকসেনারা যেনো ফরিদগঞ্জে ঢুকতে না পারে সে জন্য ইচলীর ফেরীটিকে ডুবিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। নির্দেশ মোতাবেক আঃ মান্নান মিজি ও হেদায়েত উল্লা কোম্পানীর ছেলে রফিক উল্লার নেতৃত্বে সেদিন আরো ৬ জন মিলে রাতে ফেরীটিকে ডুবিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। ফেরী ডুবানের জন্য সে সময় কোন অস্ত্র ছিলো না। তাই রফিকউল্লা অস্ত্রের জন্য এড. সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করে। তিনি রফিককে ২টি গ্রেনেড দেয়। এ সামান্য ২টি গ্রেনেড নিয়ে এতো বিশাল ফেরী ডুবানোর জন্য প্রস্তুতি নিলো তারা। রাত ১০ টায় গাছতলা মিজির বাড়ি সামনে থেকে ২টি নৌকা যোগে রফিকউল্লাহ সহ এলাকার ৬ যুবককে সাথে নিয়ে সর্তকতার সাথে ইচলী ঘাটে নোঙ্গর করা ফেরীটিতে আরহন করে। ফেরির খোন্দলে ঘুমিয়ে থাকা ২ রাজাকারকে ধরে তাদের বেধে নৌকায় ওঠানো হয় । এসময় তাদের সাথে থাকা ২টি ত্রী নট রাইফেল ছিনিয়ে নেয়। পরে লগ্মী দিয়ে ধাক্কিয়ে ১ হাজার গজ পশ্চিমে নিয়ে আসে। তার পর হেন্ড ড্রিল দিয়ে ছিদ্র করতে ব্যর্থ হয়ে গ্রাম থেকে বালতি জোগার করে খোন্দলে পানি ভর্তি করে দীর্ঘ আড়াই ঘন্টার চেষ্টার পর অবশেষে ফেরিটি ডুবাতে সমর্থ হই। পরদিন বিকেল ৩ টায় প্রায় ১শত পাক সেনা ও রাজারাকার মিলে ইচলী গুদারাঘাট হইতে কলমদর গাজীর বাড়ি পর্যন্ত দুই পাশের সকল বাড়ি স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়।
এ ধরনের অনেক ইতিহাস রয়েছে যা নব প্রজন্ম আজো জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।