
চাঁদপুর: জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সমন্বয় , চোরাচালান নিরোধ টাস্কফোর্স , জেলা চোরাচালান মামলা সম্পর্কিত মনিটরিং কমিটি, জেলা মানবপাচার সংক্রান্ত বিচারাধীন মামলা মনিটরিং কমিটির এবং মাদক নিরোধ টাস্কফোর্স এর সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) জুম কনফারেন্সিং পদ্ধতিতে অনুষ্ঠিত মাসিক সভাসমূহে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক চাঁদপুর ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
জেলায় সাম্প্রতিক করোনা সংক্রমণের মাত্রা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ার সমাধানকল্পে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি।
এসময় জুম অ্যাপের মাধ্যমে যোগ ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুরনিউজ/এমএমএ/