চাঁদপুর শহরের পুরানবাজারে বাংলাদেশ ভারত মধ্যেকার জুয়া খেলা নিয়ে দুগ্রুপের মাঝে বাকতিতন্ড সৃষ্টি হয়। জুয়ার টাকা বাগবটোয়ারা নিয়ে দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে দোকানপাট, ঘরবাড়ি ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ হামলার সাথে জড়িত সন্দেহে ৬জনকে আটক করতে সক্ষম হয়েছে। শুক্রবার তারাবি নামাজ চলাচলাকালীন সময়ে পুরানবাজার কবরস্থান রাজনৈতিক দলের নামধারী নেতা জাহাঙ্গীর খন্দকারের ভাগিনা মৃত আলী হাসান পাটওয়ারীর ছেলে রাসেল পাটওয়ারী, নেতিত্বে ২০-২৫ যুবক দেশীয় রাধালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটায়। খবর পেয়ে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পুলিশির উপস্থিতে রাসেল পাটওয়ারী, শাহাদাত পাটওয়ারী, বিল্লাল সহ অনান্য যুবকরা উগ্র হয়ে ইট, পাক্কেট, গ্লাস ভাঙ্গা ইত্যাদি ছুরে
পরিবেশ অস্বাবাবিক করে তোলে। খবর পেয়ে মডেল থানার এস.আই সাহাবউদ্দিন ডিবির এস.আই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনার সাথে সন্দেহে ইব্রাহিম (২৮), জীবন (২৮) শাহিন (২০), রাকিব (২৪), কাউছার (২৫) কে আটক করে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ ভারতের খেলা চলাকালীন দু দলের জয় পরাজয় নিয়ে মেরকাটিজ রোডের যুবকদের সাথে কবরস্থান রোডের যুবকদের জুয়া বাজি ধরা হয়। সেই বাজির টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে বাকবিদন্ড সৃষ্টি হয়। এলাকার সালীশিরা সমাধাণ করার চেষ্টা চালালেও পরবর্তীতে কবরস্থান রোডের রাসেলের নেতিত্বের এক সন্ত্রাসী গ্রুফ দেশীয় অস্ত্র নিয়ে তারাবি নামায চলাকালে মেরকাটিজ রোডের সন্ত্রাসী তান্ডব চালায়। এসময় মেরকাটিজ রোডের টেইলার্স এর দোকান আলমগীর, মোবাইলের দোকানের সুমন, শাহাদাতের মুদি দোকান, নজু চায়ের দোকান, লিটনের ইলিট্রেক দোকান রেজওয়ান পাটওয়ারী কনফেকশনারী দোকান, হারুন খার বসত ঘরে প্রবেশ করে তার প্রবাশী মেয়ে নিলার স্বর্ণালংকার লুট করে ও দোকানের ফ্রিজ অনাণ্য আসবাবপত্র সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মেরকাটিজ রোডের নিরীহ জনগণের উপর অর্তিকিত ভাবে হামলা চলিয়ে কমপক্ষে ২০ জনকে আহত করেছে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় পুরানবাজারে আবারো সংঘর্ষের আশংকা বৃদ্ধমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার লক্ষ্যে পুরানবাজার পুলিশ ফাড়ি ডিবি পুলিশের টহল অব্যাহত রয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

