অভিজিত রায় ॥
জেলায় এবছর জেএসসিতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, হাসান আলী সরাকরি উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, আল আমিন একাডেমীর ৭ জন ও বাবুরহাট হাই স্কুলের ১ জনসহ মোট ৩৭ জন ছাত্র-ছাত্রী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা তালিকায় জেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে মাতৃপীঠের ছাত্রী রোমান ইসলাম রোম ও ইসরাত জাহান নিঝুম এবং তৃতীয় হয়েছে হাসান আলীর ছাত্র মোঃ সাজ্জাদ হাসান।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃত্তি পাওয়া ১৬ জন ছাত্রী: রোমানা ইসরাম রিমা, ইসরাম জাহান নিঝুম, আরজিন জিবাত, মৃত্তিকা সেন গুপ্ত, খায়রুন মেহজাবীন অর্পা, জান্নতুল আকতার তামান্ন, মুসলিমা বিনতে খান, মিমসা মেহজাবীন ইশা, সাদিয়া ইসলাম শান্তা, তানজিলা হোসাইন তামান্না, কাশফিয়া কাফী, সাবিয়া আফরিন প্রভা, সুমাইয়া সুমু, সাদিয়া আহমেদ পুষ্পিতা, ফারাহ উলফত জিয়ান ও নুসরাত জাহান মম।
হাসান আলী সরাকরি উচ্চ বিদ্যালয়ের বৃত্তি পাওয়া ১৩ জন ছাত্র: মোঃ সাজাজদ হোসেন, মোঃ আশরাফুল হাসান অপি, মোঃ আশিকুর রহমান ইমন, আনফাল রহমান, আবদুল্লাহ শাদীদ চৌধুরী, আশরাফুল আলম সিদ্দিক, জোহায়ের মাহতাব তাসীন, মোঃ সাজ্জাদ মজুমদার অনিক, ইশতিয়াক আহমেদ, জি এম মাহবুবুর রহমান, মোঃ সাইফুল নিয়াজ, আদিত রিহান ইপ্তি ও মেহেদী হাসান মিশু।
আল আমিন একাডেমীর বৃত্তি পাওয়া ৭ জন ছাত্র-ছাত্রী: ফাতিমা তুজ জোহরা, রাহনুমা নুর কাশফিয়া, মুজতাহিদুল ইসলাম, মোঃ হাসিবুর রহমান, শরীফ আহমেদ ইমন, মোঃ মাসুম বিল্লাহ মজুমদার ও মোঃ মাহবুব খান। বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের বৃত্তি পাওয়া ১ জন ছাত্রী মাহমুদা আকতার।