আমি যেন জেগে ওঠা নতুন কোন দ্বীপ
সর্বহারাদের বসবাস এখানে—
চারিদিকে থৈ থৈ জল
কোথাও কোথাও গভীর অতল ।
বেঁচে থাকার ব্যাকুলতায় এখন আমি আত্মহারা
এখানে কোন ভালোবাসা নেই,
শুধুই দখলের প্রচেষ্টা —
এখন আমার খণ্ড খণ্ড শরীর ভূমি দস্যুদের দখলে ।
হাজার বছরের তৃষ্ণার্ত আমি
তবুও, মাথা তুলে দাঁড়িয়েছি বিদ্রোহী হব বলে
আমারও যে মুক্ত স্বাধীন হতে ইচ্ছে করে
গণতন্ত্রী কোন রাষ্ট্রের সু-নাগরীকের মত ।