মিজান লিটন
সারাদেশে একযোগে শুরু হওয়া জেএসসি ও জেডিসি চাঁদপুর শহরের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষায় জেলার সকল কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২ অক্টোবর পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও যুদ্ধাপররাধীদের ফাঁসির রায়ের কারণে জামায়াত ইসলামীর ডাকা হরতালে পিছিয়ে যায় পরীক্ষাগুলো। সকাল ১০টায় চাঁদপুর শহরের লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র একে একে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। এসময় তিনি পরীক্ষা নিয়ন্ত্রক ও সুপারদেরকে নির্দেশ দেন যে, কোনো ছাত্র-ছাত্রী যেনো এদিক সেদিক না তাকায়, যদি কোনো পরীক্ষার্থী তাকায় তাহলে তাকে বহিস্কার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন হাসান আলী সরাকরি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ উদ্দিন, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ সাহা, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া, রেলওয়ে আক্কাছ আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোফরান হোসেন।
লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪৫জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রেলওয়ে আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিএন উচ্চ বিদ্যালয়, মধুসূদন উচ্চ বিদ্যালয়, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, বহরিয়া উচ্চ বিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল হাই স্কুল, আল-আমিন একাডেমী ও রেলওয়ে আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ২শ’ ৩১ জন পরীক্ষার্থী অংশ গ্রজন করে।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় ৭০টি কেন্দ্রে এবছর জেএসসিতে ৩৬ হাজার ৩শ’ ১৩জন ও জেডিসিতে ৮ হাজার ৯শ’ ৯ জন মোট ৪৫ হাজার ২শ’ ৮২ জন পরীক্ষর্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৪৭ ও জেডিসি পরীক্ষার কেন্দ্র ২৩।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।