মিজান লিটন ॥
চাঁদপুর জেলা আইনজিবী সমিতি’র নব নির্বাচিত নেতৃবৃন্দ গতকাল রাতে শহরের ষ্টেডিয়াম রোডস্থ এ্যাপোলো ভবনে জেলা আওয়ামীলীগের সাথে মতবিনিময় সভায় নব নির্বাচিত সভাপতি এড. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ভাবে যারা দায়িত্ব পান আমি মনে করি এ সকল দায়িত্ব ও ক্ষমতা মহান রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া। তাই সে দায়িত্বকে সঠিক ভাবে পালন করবেন। ভবিষ্যতে আইনজিবী সমিতির সকল সদস্যদের সাথে নিয়ে আমাদের সকর কর্মকান্ড পরিচালিত করবো। আমরা সকলে মিলেমিশে একত্রিত হয়ে থাকতে চাই। একসাথে থেকে জননেত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবো।
তিনি আরো বলেন, আপনারা নিয়মনিতীর মধ্যে থেকে আপনাদের কাজ চালিয়ে যাবেন। আমি আপনাদের অনুরোধ করছি বোমাবাজ ও পেট্রোল নিক্ষেপকারীদের পক্ষ নিবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এড. মজিবুর রহমান ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রব ভূঁইয়া, জিপি এড. রুহুল আমিন সরকার, এড. মনোয়ারুল ইসলাম, সেলীম আহমেদ চৌধুরী সহ আইনজিবী সমিতির নবনির্বাচিত সকল সদস্য।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।