সমিতির বিজয়ী অন্যরা হচ্ছেন : সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ সহিদ উল্যাহ কায়সার (১৩৩), জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ নওশেদ আহমেদ (১৩৭), যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ হারুন-অর-রশিদ (১৩৮), সম্পাদক ফরমস্ অ্যাডঃ মোঃ নুরুল আমিন খান (১৫৩), সম্পাদক লাইব্রেরি অ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম (১৩৫, বিএনপি সমর্থিত), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ মোঃ ফারুক খান (১৪৩), জেনারেল অডিটর অ্যাডঃ কামাল হোসেন মজুমদার (১২১, বিএনপি সমর্থিত), রানিং অডিটর অ্যাডঃ গোলাম কাউসার শামীম (১২৬), চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ রেজাউল করিম (১৩৫), সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দিকী (১৩৮), সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মোঃ খালেদ মোশারফ (১৪৯), অ্যাডঃ মোঃ খোরশেদ আলম (১৩৫) ও অ্যাডঃ মোঃ মাহবুব আলম (১৩২)।
ভোটগ্রহণ শেষেই গণনা শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ কামরুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন রিটার্নিং অফিসার অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক দায়িত্ব হস্তান্তর করেন।