চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডঃ কামরুল ইসলাম। সেক্রেটারী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু।
গতকাল অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচন শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ শহিদুল্লা কায়সার। ১৫টি পদের মধ্যে যুগ্ম সম্পাদক হিসেবে কাউকে নির্বাচন কমিশনারগণ জয়ী থেকে ঘোষণা করেন নি। কামরুল-খলিল পরিষদের মোঃ এমরান হোসেন পেয়েছেন ১২১ ভোট ও জহির-বাবু পরিষদের অ্যাডঃ মুহাম্মদ হারুন অর রশিদ পেয়েছেন ১২০ ভোট। আইনজীবীদের এ ফলাফলের বিপরীতে দরখান্ত পড়ায় নির্বাচন কমিশনারগণ যুগ্ম সম্পাদকের ফলাফল ঘোষণা ছাড়া বাকি সবগুলোর ফলাফল ঘোষণা করেন। সমিতির নির্বাচনে ভোট পেয়েছেন সভাপতি পদে অ্যাডঃ মোঃ কামরুল ইসলাম ১১৭, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম ১১১ ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার ১৩। সাধারণ সম্পাদকে জয়লাভ করেন অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু (১২৮) তার প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোঃ ইব্রাহীম খলিল (১১৪)। সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ নুরুল্লাহ (১৩৪) প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মাইনুল আহসান (১০৯), জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আতিকুর রহমান (১৩২), প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ (১০৯), সম্পাদক ফরমস অ্যাডঃ মোহাম্মদ হারুন অর রশিদ-৩ (১১৯), প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মঞ্জুর আলম চৌধুরী (১১১), সম্পাদক লাইব্রেরি অ্যাডঃ ফরিদ আহম্মদ মিয়া রিপন (১২৬), প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ দীপালী রাণী ভৌমিক (১১৫), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী (১৩৪) প্রতিদ্বন্দ্বী এস এইচ এম আইয়ুব আলী চৌধুরী (১০৮), জেনারেল অডিটর অ্যাডঃ কাজী মোঃ খায়রুল হাসান জুম্মন (১২৫), প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ কাজী মোঃ বিল্লাল হোসেন (১১৩), রানিং অডিটর অ্যাডঃ মোঃ আলম খান মঞ্জু (১৩২) প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোঃ শাহ আলম-৩ (১০৯), চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন প্রধান (১৩০), প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোহাম্মদ কামাল মজুমদার (১০৯), সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ রেজাউল করিম (১২২) প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোঃ সাইফুল মোল্লা (১১৯), সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডঃ মোঃ ফয়েজ উল্লাহ (১৩২), অ্যাডঃ মেরাজ আহম্মদ সিদ্দীকী (১২২) ও মাসুদ প্রদানীয়া (১১৮)।
ফলাফল ঘোষণা শেষে বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।