স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডঃ সেলিম আকবর ও সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া-০১ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ২য় বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন জসিম উদ্দিন ভূঁইয়া।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকসহ ৮টি পদে এবং বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের ৭টি পদে প্রার্থীরা জয়লাভ করেন।
গতকাল রাতে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ শহিদুল্লা কায়সার। তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার অ্যাডঃ নওশেদ আহমেদ ও রিটার্নিং অফিসার অ্যাডঃ হারুনুর রশিদ।
নির্বাচনে বিজয়ীরা হলেন : সভাপতি অ্যাডঃ সেলিম আকবর (প্রাপ্ত ভোট ১৪০), সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ সহিদুল হক খান (প্রাপ্ত ভোট ১২৯), জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আবদুল্লাহীল বাকী (প্রাপ্ত ভোট ১২৪), সাধারণ সম্পাদক অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া-০১ (প্রাপ্ত ভোট ১৪২), যুগ্ম সম্পাদক অ্যাডঃ গাজী দুলাল (প্রাপ্ত ভোট ১২৯), সম্পাদক ফরম্স অ্যাডঃ রেজাউল করিম (প্রাপ্ত ভোট ১২৩), সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ মোহাম্মদ গোলাম কাউছার শামিম (প্রাপ্ত ভোট ১২৭), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ তৌহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৩৩), জেনারেল অডিটর অ্যাডঃ মোঃ মোরশেদ আলম বাবুল (প্রাপ্ত ভোট ১২৭), রানিং অডিটর অ্যাডঃ মোঃ নূরুল আমিন খান (প্রাপ্ত ভোট ১৫১), চেয়ারম্যান রেজিস্ট্রারি অথরিটি অ্যাডঃ এইচ এম আইয়ুব আলী চৌধুরী (প্রাপ্ত ভোট ১৩৪), সম্পাদক রেজিস্ট্রারি অথরিটি অ্যাডঃ হামিদুর রহমান (প্রাপ্ত ভোট ১২২), সদস্য রেজাস্ট্রারিং অথরিটি অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার (প্রাপ্ত ভোট ১২৯), অ্যাডঃ মোহাম্মদ কাইউম মোল্লা (প্রাপ্ত ভোট ১২৮) ও আলহাজ্ব মোঃ আব্দুল জলিল খান (প্রাপ্ত ভোট ১২৬)।