স্টাফ রিপোর্টার:
– চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এবারের ঈদ শন্তিপূর্ণভাবে উদযাপন করতে পেরেছি। এবারের ঈদে বিভিন্ন জায়গায় দেখা গেছে সরকারি অনুমতি ব্যাতিত রাস্তার ওপর গরুর হাট বসেছে। আমাদেরকে এখন থেকেই তালিকা করে প্রদক্ষেপ নিতে হবে ।যাতে আগামীতে তারা আর হাট বসাতে না পারে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাগন দেখবেন।এছাড়া চাঁদপুর লঞ্চঘাটে পরিবহন চালকদের যাত্রী টানার জন্য চিৎকার, চেচামেচি, টানা হেঁচড়াসহ সকল বিশৃঙ্খলা বন্ধ করার জন্য নৌ পুলিশ ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে উদ্যেগ নিতে হবে।
তিনি রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যাতে আমাদের চাঁদপুর জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিকূলে না যায় সে জন্য সবাই কে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে মসজিদে খুৎবা দিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে সেদিকেও আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। যাতে আমাদের এই দেশে সকল ধর্মের মধ্যে যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা যেন বজায় থাকে। জনপ্রতিনিধির আমদের চেয়ারম্যানবৃন্দ কাউকে যাতে হাতে লেখা কোন সনদ না দেন সেটি যেন অবশ্যই অনলাইন ভিত্তিক হয়। সভার শুরুতে গত মাসের সিদ্ধান্ত সমূহের অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেন। কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (অপারেশন), জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ,স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধি ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন,অতিরিক্ত পুরিশ সুপার সদর সার্কেল মোঃ আফজাল হোসেন,বিদ্যৎ বিভাগের নির্বাহী আফম মোস্তাফিজুর রহমান,ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ আব্দুল কুদ্দুছ, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, থানার অফিসার ইনচাজ জাবেদুল ইসলাম,মতলব দঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম,শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ(মারুফ) প্রমুখ। জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন সভায় উপস্তি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে কেই যাতে চাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য পুলিশ প্রশাসন সর্বাত্বক সচেষ্ট এবং সর্তক অবস্থানে রয়েছে। এছাড়াও মাদক ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।