শরীফুল ইসলাম ঃ
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃক্সক্ষলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। সারা দেশে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে ১৬ কোটি মানুষের কেনাকাটায় ঈদ উদযাপন সব কিছু বিবেচনা করলে আমার মনে হয় স্বাধীনতার পর এই প্রথম সারাদেশের প্রতিটি মানুষ ধনী-গরিব সকলেই সুখে শান্তিতে রোজা পালন করতে পারছে। আমরা নির্ধিধায় বলতে পারি জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত সফল একটি সরকার। মন্ত্রী বলেন, সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চাঁদপুরও পিছিয়ে নেই। আমি মনে করি চাঁদপুরের আইন শৃঙ্খলা এবং প্রশাসনের দিক থেকে মানুষের দোড়গোড়ায় কষ্ট যেন কম হয় সেটা করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সক্ষম হয়েছে। এ জন্য তিনি জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। এ ধারা যেন অব্যাহত থাকে আগামী দিনগুলোতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী আরো বলেন, ঈদের পর বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এরা গত ৫ বছর এ ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। তবে এবারের হুমকির মাত্রাটা আমার কাছে অন্যরকম মনে হয়। বিএনপি জোটের হুমকি ধমকি সারাদেশে একটি ষড়যন্ত্র সৃষ্টির পূর্বাভাস। বিএনপির নেত্রী একেক সময় একেক কথা বলে সরকার এবং প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের আন্দোলন অতীতে যেভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সকলে মিলে মোকাবেলা করেছেন এবারো তাদের ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। প্রয়োজনে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। ইতিমধ্যে চাঁদপুরের কিছু কিছু জায়গায় জামায়াত-শিবিরের তৎপর হওয়ার বিষয়টি আমাদের কানে এসে পৌছেছে। তারা অনেক তৎপর হয়ে উঠেছে। মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মেরুদন্ড ভেঙ্গে গেছে। তারা আন্দোলন করে কিছু করতে পারবে না এটা আমাদের বিশ্বাস। তাদের মুল খুটি হচ্ছে জামায়াত-শিবির। এরা সারাদেশের মধ্যে যে ক’টি জেলা বেশি নজর দেয় এর মধ্যে চাঁদপুর একটি। কাজেই ঈদের পর আমরা অবশ্যই তাদের ব্যাপারে সজাগ থাকবো। প্রয়োজন হলে ঈদের আগেই তাদেরকে ধরে ফেলবো। তারা যেন ঈদের পর কোন রকম অপকর্ম কর্মকান্ড করতে সুযোগ না পায়। বিশেষ করে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার অত্যন্ত যোগ্য প্রশাসনিক কর্মকর্তা। পাশাপাশি যারা উপজেলা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তারাও অত্যন্ত সক্রিয়। আপনারা ঈদের পর অপেক্ষা না করে এসব চিহ্নিত দুষ্কৃতিকারীদের ধরে ফেলুন। তাহলে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। গত কিছুদিন যাবত মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে বালু মহলের ব্যবসায়ীদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সে সম্পর্কে মন্ত্রী বলেন, মুন্সীগঞ্জ, ষাটনল, গজারিয়া ও হাইমচর এলাকায় নদী থেকে বালু উত্তোলন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে তা থেকে উত্তোলনের জন্য যার যার সীমানায় থেকে আইন মোতাবেক ব্যবসা চালানোর জন্য বালু মহলের মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কেউ যেন কারো সীমানায় প্রবেশ করতে না পারে সেদিকে জেলা প্রশাসককে গুরুত্বের সাথে নজর রাখার এ বালু মহলের প্রতি সব দলের লোকদেরই নজর পরছে। যাতে করে এখানে আইন শৃঙ্খলা বিঘœ না ঘটে সে জন্য সবাইকে সতর্ক করে দেন। ড. শামছুল হক ভূইয়ার একটি দাবীর প্রতি মন্ত্রির দৃষ্টি আকৃষ্ট করা হলে মন্ত্রী বলেন, চাঁদপুরে একটি হেলিপ্যাড তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে হেলিপ্যাডের বিষয়টি চূড়ান্ত করা হবে। আইন শৃঙ্খলা কমিটির সভায় গত মাসের গৃহিত বিভিন্ন পদক্ষেপ অগ্রগতি হওয়ায় মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ড. শামছুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পুলিশ সুপার মোঃ আমির জাফর, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদার, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম আজাদ, চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সহ-সভাপতি শহীদ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুম মনির তালুকদার, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শরীফ হোসেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্র ধর, জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেদ চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ পরিচালক সুভাস চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।