অভিজিত রায় ॥
৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওযামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওযামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বক্তব্যে বলেন ৫ জানুয়ারী বিএনপিকে কালো পতাকা নিয়ে রাজপথে নামতে দেওয়া হবে না। গণতন্ত্রকে সম্মুন্নত রাখতে ৫ জানুয়ারী দেশবাসী গণতন্ত্র দিবস পালন করবে। সকল ষরযন্ত্রকে রুখে দিয়ে দলের হাতকে শক্তিশালী করতে সকলকে সেদিন মাঠে থাকতে হবে। নিজেদেরে মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে দলের কার্যক্রম পালনে সকল মতভেদ ভুলে দলের স্বার্থে কাজ করলে জননেত্রেী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আপনারা জানেন বিশ্ব ব্যাংক বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ বছরই মধ্যম আয়ের দেশের কাতারে আসছে। যখন দেশ উন্ননের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত জোট দেশকে পিছিয়ে দিতে ষরযন্ত্র চালিয়ে চাচ্ছে।
জেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী তাফাজ্জলা হোসেন এসডু পাটওয়ারী পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওযামীলীগ সহ-সভাপতি ওচমান গনি পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রব ভূঁইয়া, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান চোকদার, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, শহর আওযামীলীগ সহ-সভাপতি রাধা গোবিন্দ ঘোষ, ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, জেলা শ্রমীক লীগ সাবেক সভাপতি শাহআলম মিয়া, জেলা মহিলা লীগ সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য-সচিব এম এ হাসান লিটন, জেলা মহিলা যুবলীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদ সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, আওয়ামীপ্রজন্মলীগ আহবায়ক দেলোয়ার হোসেন রতন প্রমূখ। যৌথ সভা শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক আবুল রাশে ঢালী, রীনা বেগম ও নাজিবুর রহমানের হাতে তুলে দেন জেলা আওযামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।