অভিজিত রায় ॥
জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সংগঠনের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি ড. মো. শামছুল হক ভূঁইয়া এমপি। তিনি বক্তব্যে বলেন, আমাদের সকলকে আন্তরিক হয়ে সম্মেলন সফলভাবে সমাপ্তি করতে হবে। সমে¥লনকে সুন্দর ভাবে সম্পন্ন করেত গঠণতান্ত্রিকভাবে কাউন্সিলর নির্ধারন করা হয়েছে। বিগত সময়ে আপনাদের স্বস্ব অবস্থানে থেকে সহযোগিতায় আমরা জাতীয়, স্থানীয় নির্বাচনসহ সকল প্রকারের কার্যক্রম পরিচালনা করেছি। এর জন্য আমরা সকলের নিকট কৃতজ্ঞ। সম্মেলনের দিন আপনারা সকলে নির্ধরিত সময়ে স্টেয়িাম মাঠে যাবেন। প্রথম অধিবেশনে কেন্দ্রীয় অতিথিবৃন্দ পেভেলিনয় গেইট দিয়ে প্রবেশ করবেন। জনসভায় আগত নেতাকর্মীরা পূর্ব পাশের গেইট দিয়ে প্রবেশ করবেন।
সভা শেষে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিকের কাছ থেকে জানা যায়, এবারে সম্মেলনে মোট কাউন্সিলর ৩৪৬ জন। এর মধ্যে জেলা জনসংখ্যার অনুপাতে ২৫৯ জন, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি থেকে ৫০ জন ও জেলা কমিটি কর্তৃক নির্ধারিত কেন্দ্রীয় উপ-কমিটি এবং বিশিষ্ট ব্যাক্তিদের থেকে ৩৭ জন।
সাধারণ সম্পাদক আবু নঈন পাটোয়ারী দুলালের পরচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইউসুফ গাজী, যুগ্ম সম্পাদক আহসান আখন্দ,
সম্মেলন সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটি সমূহ: অর্থ কমিটির প্রধান ড. মো. শামছুল হক ভূঁইয়া এমপি ও সদস্য সচিব সদস্য মো. আলী জিন্নাহ। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব আলহাজ¦ ইউসুফ গাজী। মঞ্চ কমিটির আহ্বায়ক অ্যাড. জহিরুল ইসলাম ও সদস্য সচিব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, আপ্যায়ন কমিটির আহ্বায়ক আহসান উল্যাহ আখন্দ ও সদস্য সচিব শামছুল হক মন্টু পাটওয়ারী। প্রচার কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার দাস ও সদস্য সচিব হাসান ইমাম বাদশা। দপ্তর কমিটির আহ্বায়ক অজয় কুমার ভৌমিক ও সদস্য সচিব মাসুদ আলম মিল্টন। আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আমান উল্লাহ মিজান রাজু চৌধুরী ও সদস্য সচিব অ্যাড. মজিবুর রহমান ভূইয়া। স্বাস্থ্য কমিটির আহ্বায়ক ডা. হারুনুর রশীদ সাগর।
সহ-সভাপতি আলহাজ¦ ইউসুফ গাজী, আলহাজ¦ ওচমান গণি পাওটয়ারী, শহীদ উল্যাহ মাস্টার, রিয়াজ উদ্দিন মাঝি, হাজী বিল্লাল আখন্দ, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্ল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি ষিয়ক সম্পাদক মো. মনজুর আলম, মহিলা ষিয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নূর খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, রঞ্জিত চাকী, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাড. রঞ্জিত কুমার রায় চৌধুরী, শাহের হোসেন পাটওয়রী, মধুসূধন পোদ্দার, মাসুদুর রহমান নান্টু, আবু তাহের পাটওয়ারী, মোশারফ হোসেন, মো. আলী জিন্নাহ প্রমূখ।
উল্লেখ্য আগামী ২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ মোঃ আশরাফুল ইসলাম এমপি। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আঃ মতিন খসরু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সুজিত রায় নন্দী।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি এবং পরিচালনার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।