আজ বাদ জোহর মধুসূদন উবি মাঠে জানাজা
চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম রফিউদ্দিন আহমেদ ওরফে সোনা আখন্দের জ্যেষ্ঠ ছেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ বিল্লাল হোসেন আখন্দ ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। গতকাল বুধবার দুপুর দেড়টায় ঢাকা আর মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্যে দ্রুত ঢাকায় নেয়া হয়।
আলহাজ বিল্লাল হোসেন আখন্দ মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মাতার নাম হাসমতেন্নেছা। তিনি ৪ ভাই ও ৮ বোনের মধ্যে তৃতীয়। তিনি দাসারাবাদ এমদাদিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
মরহুমের ভগি্নপতি জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উল্যাহ আখন্দ জানান, আলহাজ বিল্লাল হোসেন আখন্দের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে তাঁর মৃতদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়, তাঁর বাসভবন শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত আখন্দ মার্কেট ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে নেয়া হবে।
জানাজাশেষে বিল্লাল আখন্দকে গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকায় আখন বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন হবে।