নিজস্ব প্রতিবেদক
জেলা মাসিক উন্নয়ন কমিটির সভা রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন প্রশাসন জনগণের সেবার জন্য সবসময় প্রস্তুত থাকে। আপনারা সবসময় জনগনের সেবা দিতে কাজ করবেন।চরে মাটি দস্যুরা ঢুকতে না পারে। চর অঞ্চলে মাটি রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। ২৫ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন বক্স বিতরণ শেষ করতে হবে। দেশের উন্নয়নের জন্য প্রশাসন যেই কোন পদক্ষেপ গ্রহন প্রস্তুত করবে। আমাদের সকলকে দেশের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন সিভির সার্জন সাইফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএওয়াদুদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক প্রদীপ কুমার দত্ত, সদর উপজেল নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব মজুমদার, জেলা কৃষি কর্মকর্তা আলী আহাম্মদ, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ কাস্টমস এক্সসাইজ ও ভ্যাটের রাজস্ব কর্মকর্তা সাইফুদ্দীন মজুমদার, জেলা মার্কেটিং কর্মকর্তা রেজাউর ইসলাম, গনপূর্ত বিভাগের কর্মকর্তা এটিএম মেজবাহউদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ রেজা-ই-রাব্বি, জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম বিআই ডব্লিউটিএ অফিসের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মুনতাকিম, মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
সভায় সর্ব সম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।