চাঁদপুর শহরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা, উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার নেতা-কর্মী খণ্ড-খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। মিছিলের সামনে ও পেছনে নেতা-কর্মীরা কয়েক শতাধিক মোটর সাইকেল, বাদ্যযন্ত্র, ব্যানার ফেস্টুন, বাঁশি, ইকোসাউন্ড সিস্টেম নিয়ে শোভাযাত্রাকে আনন্দমুখর করে তোলে। দুপুর ১২টায় শহরের মেথা রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে ফয়সাল গাজী বাহার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাঝিকে মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এ শোভাযাত্রা বের করে জেলা ছাত্রদল। শোভাযাত্রায় অংশ নেন প্রধান অতিথি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, জিয়াউল মাওলা কচি, আবু সায়েম, আঃ মতিন, সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান কবির, পারভেজ আলম রবিন, খসরু, জেলা ছাত্রদল নেতা জুলহাস জুয়েল, ইমান হোসেন, ইসমাইল হোসেন, জুনায়েদ খানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কলেজ, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ছাত্র বিয়ষক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের বিদায়ী সভাপতি মানিকুর রহমান মানিক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, চাঁদপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। দীর্ঘ ৮ বছর পর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। ভালে সংগঠকরাই ভালো দায়িত্ব পায়। যাদেরকে ঐতিহ্যবাহী এ সংগঠনের চাঁদপুর জেলার দায়িত্ব দেয়া হয়েছে তারা অত্যন্ত ভালো ও সাংগঠনিক কর্মী। তাদের নেতৃত্বেই আগামীতে জেলা ছাত্রদল আরো এগিয়ে যাবে।
সভার সভাপতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার বলেন, এ কমিটির মাধ্যমে অচিরেই বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ শুরু হবে। কোনো তদরিবকারীকে কমিটিতে স্থান দেয়া হবে না। মাঠে-ময়দানে থাকা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে কমিটি গঠন করা হবে। এছাড়া পুরো কমিটি হোক বা না হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহঙ্কার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখনই আন্দোলনের ডাক দিবেন তখনই আমাদের রাজপথে নেমে যেতে হবে। আমরা বলতে চাই চাঁদপুর জেলা ছাত্রদল আগামীতে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে স্বৈরাচারী, বাকশালী শেখ হাসিনা সরকারকে হঠাতে রাজপথে সামনের কাতারেই থাকবে।
জেলা ছাত্রদলের আনন্দ শোভাযাত্রায় সার্বিক তত্ত্বাবধান ও উৎসাহে সহযোগিতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, শহর বিএনপির সভাপতি অ্যাডঃ সলিমুল্লা সেলিম, সাধারণ সম্পাদক আক্তার মাঝি, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন খান আকাশসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।