স্টাফ রিপোর্টার
হরতাল ও নাশকতার সাথে জড়িত থাকার সন্দেহে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারীসহ বিএনপি-জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে তাদের আটক করা হয়। বুধবার রাতে ষোলঘর এলাকা থেকে পুলিশ জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ তলা থেকে লাফ দিয়ে নামার সময় কোমড়ে প্রচণ্ড ব্যথা পান। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ডিবি পুলিশের তত্ত্বাবধানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের হাতে আটক অপর আসামীরা হচ্ছেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার মাস্টার (৪৫), বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম (৪৮), সানোয়ার (৪৫), স্বেচ্ছাসেবক দল কর্মী হানিফ বকাউল (৩৫), বালিয়ার জামায়াত কর্মী হাফেজ মোঃ অলি উল্লা (৫৫), মাসুদুর হাসান (২৩), মতলব দক্ষিণের শিবির কর্মী শরীফুল (২৪), হাজীগঞ্জের বিএনপি কর্মী মোবারক (৪০), সোহেল (২০), জামায়াত নেতা তৌহিদ (২৪), ফরিদগঞ্জের বিএনপি নেতা আঃ রহিম (২৬) ও জামায়াত কর্মী খালেক (৪৫)।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।