প্রতিনিধি=
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে আটক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটক কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি ও অবরোধের সমর্থনে গতকাল ১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় মিছিল বের করে। চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে এই মিছিলটি বের করা হয়। আটক ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে মাধ্যমে ১০ম জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য দাবি জানানো হয়।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম জুয়েল বক্তব্যে বলেন, বর্তমান দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। শেখ হাসিনা প্রধান বিরোধী দলে আন্দোলন সংগ্রামে নির্বিচারে তার পেটুয়া বাহিনী দিয়ে মানুষ মারার খেলায় মেতে উঠেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে আওয়ামী লীগ বাকশালী দল ক্ষমতায় গিয়েছে। তারা দেশের সঙ্কটময় মুহূর্তে প্রধান বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে বানচাল করতে তার দলে নেতা-কর্মীদের দিয়ে গণপরিবহনে অগ্নিকাণ্ড করিয়ে জনসাধারণকে দগ্ধ আগুনে পুড়িয়ে মারছে। পাশাপাশি বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের মিছিলে পুলিশ বাহিনী দিয়ে গুলিবর্ষন করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করছে। গত কয়েকদিন পূর্বে শান্তির শহর চাঁদপুরে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে ছাত্রদল নেতা তাজুল ইসলাম পাটওয়ারী রতন, ছাত্রনেতা সিয়াম মস্তান ও এর কিছুদিন পূর্বে পুরাণবাজারে ছাত্রদল নেতা আরজু ঢালীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।
এর প্রতিবাদে আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা ছাত্রদলের পক্ষে কাজী মোঃ ইব্রাহীম জুয়েল সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন। মিছিলের অগ্রভাগে ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম জুয়েল, অলি আহমেদ চৌধুরী, মাহবুব খান মুন্না, সাইফুল ইসলাম, লিটন সরকার, জিয়াউর রহমান টিটু, ইউসুফ মিয়াজী, মোসলে উদ্দিন মাসুদ, অ্যাডঃ মঞ্জুরুল আলম মঞ্জু, ওমর ফারুক, মাহমুদ মেহেদী, মোঃ সেলিম, ইবনে মামুন, আলী রাজা, মোঃ ইয়াসিন, মোঃ সিজান, মোঃ রাব্বি, আব্দুল হান্নান, দিপ্ত, ইকরাম, হাসিব, হিমেল, হৃদয়, অরিণ, হাসিব, সালাউদ্দিন, শুভ, তানিম, আল-আমিন, সুলতান, সুমন, ইকবাল, মাসুম, নাসির প্রমুখ।
একই সাথে কলেজ ক্যাম্পাস থেকে চাঁদপুর জেলা তরুণ দল অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা তরুণ দলের সিনিয়ির যুগ্ম আহ্বায়ক আবু তাহের মোল্লা, শহর তরুণ দলের আহ্বায়ক ছোটন বেপারী, যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, লিটন তালুকদার, আবুল বাশার, মোস্তফা ঢালী প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।