শাহরিয়ার খান কৌশিক ॥
বিএনপি নেতৃত্বধিন ২০ দলীয় জোট, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে চাঁদপুর শহরে ব্যাপক ভাংচুর ককটেল বিষ্পোরণ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গত ২ দিন শহরের চিত্রলেখা ও কলেজ গেইটের সামনে২০ দলীয় জোট নেতা কর্মিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটাররা এ সময় বেশ কিছু গাড়ী ভাংচুর করে ও পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। পুলিশ বাদি হয়ে বিষ্পোরক ও বিশেষ ক্ষমতা আইনে শতাধিক ব্যাক্তিকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং ১৩। তারিখ ৫ জানুয়ারী ২০১৫। পুলিশের দালেকৃত মামলার আসামী বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা জামায়াতের সুরা সদস্য আবু আব্দুল্লাহ মোঃ হাসানকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ ও এসআই রফিক রাত ১২ টায় গুয়াখোলার ৪৭ নং বাসা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার আটককৃত হাসানকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। জানাযায়, ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের পূর্ব মুহৃর্তে চাঁদপুওে জামায়াত শিবির নির্বাচন ঠেকাতে ব্যাপক নাশকতা সৃষ্টি করে। এ সময় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানকে ট্রাকরোডস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে সরকার বিরোধী গোপন মিটিং করার সময় হাতে নাতে আটক করে। এছাড়া তাকে বেশ কয়েকবার পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘদিন জেল হাজত থেকে বেড়িয়ে এসে জেলা জামায়াত শিবিরকে ঐক্যবদ্ধ কওে সরকার বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলা। বিতর্কিত এ প্রধান শিক্ষক আবু আব্দুল্লাহ মোঃ হাসানকে স্কুল থেকে অবাঞ্চিত ঘোষনা করে। তার পরও সে বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়কে জামায়াত শিবিরের ঘাটি বানানোর চেষ্টা চালায়। খালেদা জীয়ার ডাকা অবরোধে শহরের চিত্রলোখা তাদের নেতৃত্বে পিকেটাররা গাড়ী ভাংচুর অগ্নি সংযোগ নাশকতা সৃষ্টি করে। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে বিষ্পোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলার আসামী হিসেবে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।