স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আহসানুজ্জামান লাবু। তাঁর সাথে ছিলেন ডিবি পুলিশের এএসআই মোঃ সোহেল রানা, কনস্টেবল মোঃ আব্দুল মান্নান, মোঃ মামুনুর রশীদ ও মোঃ সারোয়ার হোসেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টার দিকে চাঁদপুর শহরের তালতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী তালতলা পাটওয়ারী বাড়ির মানিক পাটওয়ারী হৃদয় (২২), পিতা মোঃ জাহাঙ্গীর পাটওয়ারীকে ডিবি পুলিশ সদস্যরা আটক করেন। এ সময় তার কাছ থেকে ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ওই রাত প্রায় ১১টার সময় ওই ডিবি পুলিশ সদস্যরা শহরের বাসস্ট্যান্ডস্থ স্বর্ণখোলা রোডে আল-আমিন মৃধার চায়ের দোকানের সামনে থেকে বিষ্ণুদী মাঝি বাড়ির মোহন মাঝির ছেলে লিটন মাঝি (৩০) ও তালতলা বন্দে আলী গাজী বাড়ির মৃত মতিন গাজীর ছেলে খোকন গাজী (৩২)কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।