স্টাফ রিপোর্টার: ॥
জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডিশনাল আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জাতীয় পুলিশ সপ্তাহে নারী পুলিশের হয়ে ইতিহাস গড়েছেন। ওনার এ কর্তৃত্ব জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বেশ ভূয়সীভাবে প্রশংসিত হয়েছে। এ কৃতিত্বপূর্ণ অর্জন নারী পুলিশের জন্য গর্বের ও অনুকরনীয় বিষয়।
আপনারা সকলে কয়েক সপ্তাহের অক্লান্ত পরিশ্রম করে এ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন। অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আগমন অনুষ্ঠনকে প্রাণবন্ত করছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম বলেন, আজকের ক্রীড়া অনুষ্ঠানটি ছিলো বেশ প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরনের সুন্দর অনুষ্ঠান আমদের পুলিশ বাহিনীর সুনাম ও শৃঙ্খলাবোধের পরিচয় দেয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ নারী কল্যাণ সমিতি ঢাকার সভনেত্রী এ্যাডিশনাল আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সহধর্মিনী হাবিবা হোসেন বলেন, আমি চাঁদপুরের পুত্রবধু। এ টানেই চাঁদপুরে আমি বার বার ছুটে আসি। অনেক সময় আমার সাহেব ছাড়াই একা একা চাঁদপুরে এসে কয়েকদিন থেকে যাই। চাঁদপুরের মানুষ অনেক সহজ সরল ও অতিথি পরায়ন। তাই চাঁদপুর আমাকে সব সময় টানে।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ জাবেদ হোসেন, স্থানায় সরকারের চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ে উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাফুজ্জামান, এ এসপি হেড কোয়াটার শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকছুদুল আলম, শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, রহিম বাদাশা, জেলা বিএনপির সাবেক আহবায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা ক্যাবের সভাপতি জীবন কানই চক্রবর্তী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিংএর সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকনসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া অনুষ্ঠানে পুরষ্কার বিতরণী পর্বে অনুষ্ঠান পরিচালনা করনে মোঃ ইউনুছ উল্যা। ক্রীড়া অনুষ্টানে শেষে সন্ধ্যায় পুলিশ নারী কল্যান সমিতির শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।