
দুই বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। এতে ২-১ গোলে ফরিদগঞ্জ মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক বলেন, প্রথমত আমি চাঁদপুরের বিভিন্ন লোকাল পত্রিকাসহ সকল সাংবাদিকদের মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আজকের প্রতিটা পত্রিকা এই গোল্ডকাপ টুর্নামেন্টের সংবাদ খুব সুন্দরভাবে ও গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। সাংবাদিকদের মত আমিও এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছসিত। নানা কারণে একসময় খেলাধুলাটা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো সেটা আসলে হয় নাই। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ দেয়া, সেটাকে আমরা সামনে রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছি। এই টুর্নামেন্ট সব উপজেলায় থাকা ক্লাবগুলোর টুর্নামেন্ট। এর জন্য খেলোয়াড়সহ কোচ, ম্যানেজার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। আমাদের তরুণরা এর মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে। আমি আজকে খুবই খুশি। আমরা ভবিষ্যতেও এরকম টুর্নামেন্ট অব্যাহত রাখতে পারবো বলে আশা করি। আমি গত এক বছরে এমন কোনো ইভেন্টের নাম বলতে পারবেন না যে আমি চাঁদপুর থেকে ঢাকা পাঠাইনি। ফলাফল হয়তো ভালো করি নাই কিন্তু ভবিষ্যতের জন্য আত্নবিশ্বাস ঠিকই তারা যুগিয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, তবে আমি মনে করি আমাদের একটা যাত্রা শুরু হলো। আমরা চাই নতুন প্রজন্মরা বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমুখি হবে। স্টেডিয়াম বা বড় কোনো মাঠে খেলাধুলা হচ্ছে সেটাই এখন বড় কথা। আমরা ক্রিকেট লীগ চালু করার পরিকল্পনা করেছি আগামী অক্টোবরে। আমি আপনাদের কথা দিচ্ছি আমরা ক্রিকেটেও একটা জোয়ার এনে জয়, শামীমের মত ক্রিকেটার আমরা উঠিয়ে আনতে চেষ্টা করবো। এই জেলা প্রশাসক ফুটবল গোল্ডকাপে যদি তোমরা ভালো করতে পারো আমি বিশ্বাসী তোমরাও জাতীয় দলে চান্স পেয়ে পারো। যে কোন খেলা তোমরা যদি উন্নতি করতে পারো তাহলে তাতেই তোমাদের ক্যারিয়ার গড়তে পারবে।
দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত হচ্ছে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এরকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের মেধাকে বিকশিত করে। আমাদের একটা যাত্রা শুরু হলো। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে সরে মাঠমূখী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
১৯৮৪ সাল থেকে চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। আর সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হওয়ার পর দুই বছর বন্ধ ছিলো। এই টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করবে।
