চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক ২ আসামীকে আটক করা হয়েছে। জেলা পেনাল কোডের পলাতক আসামী মোছাঃ কুমকুম নেছা (৩৬), চর বনবাড়ীয়া, সিরাজগঞ্জ বর্তমানে ঢাকা থেকে ২১ এপ্রিল গভীর রাতে ঢাকার বাড়ি নং-৬৪, নীচ তলা, পাকুরিয়া রোড, তুরাগ থেকে গ্রেফতার করে। গত ১৩/০৮/২০১৬ খ্রিঃ তারিখ বর্ণিত মামলার বাদী ফয়সাল হায়দার চৌধুরীর মার্কেন্টাইল ব্যাংক লিঃ-এর পরিচালক এমএ হান্নান মোবাইল ফোনে চাঁদপুর জেলার ডিসি পরিচয় দিয়ে ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠান করার জন্য খরচ বাবদ ২ লাখ টাকা দেয়ার জন্য অনুরোধ করে। সে মোতাবেক ফয়সাল ডিসি পরিচয়দানকারী ব্যাক্তি কর্তৃক প্রদত্ত তিনটি বিকাশ মোবাইল নাম্বারে দু’ লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে বাদী চাঁদপুর জেলার ডিসির সাথে দেখা করে টাকা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানায়। ঘটনার পর থেকেই ডিসি পরিচয়দানকারীর নিজের মোবাইল নাম্বার এবং প্রদত্ত বিকাশ নাম্বারগুলো বন্ধ করে দেয়। এ বিষয়ে ফয়সাল বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে। মামলাটি থানা পুলিশ তদন্ত করে তেমন কোন ফলাফল না পাওয়ায় পুলিশ সুপার শামসুন্নাহার মামলাটি ডিবিতে হস্তান্তর করে এবং মোঃ আহসানুজ্জামানকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন। মোঃ আহসানুজ্জামান তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সহিত জড়িত ব্যাক্তিদের সনাক্ত করেন এবং সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় গত ১৯ মার্চ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতারের চেষ্টা করে কিন্তু আসামীরা সুচতুর হওয়ায় সে যাত্রায় সু কৌশলে পালিয়ে রক্ষা পায়। এরপর পুনরায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার তুরাগ থানা এলাকার পাকুরিয়া থেকে ঘটনার সাথে জড়িত কুমকুম নেছাকে গ্রেফতার করেন। কুমকুম নেছা ও তার ভাই ইমদাদুল হক সোহেল দু’জন মিলে যোগসাজসে বাংলাদেশের বিভিন্ন এলাকা হতে প্রায় ৪/৫ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। সোহেল নিজেকে বিভিন্ন সময় উচ্চ পদস্ত বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, সরকারী কর্মকর্তাকে তার প্রতারণার জালে ফাঁসিয়ে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন বিকাশ নাম্বারে নিয়ে আসতো আর সে টাকাগুলো উত্তোলনের জন্য তার বোন কুমকুমকে ব্যবহার করত। চাঁদপুরের ডিসি পরিচয়দানকারী মোবাইল নাম্বারটি সোহেলের বোন কুমকুমের নামে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।