চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলসহ চাঁদপুরের ছয়জন সরকারি কর্মকর্তা জাতীয় পর্যায়ে সাধারণ (দলগত) ক্যাটাগরিতে ‘জনপ্রশাসন পদক-২০১৭’ লাভে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। অন্য পাঁচজন হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। আগামী ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’-এ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ ‘জনপ্রশাসন পদক-২০১৭’ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল ১৯ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ে এসে পেঁৗছেছে। দলগতভাবে এই ছয়জনের মধ্যে জেলা প্রশাসককে ‘দলনেতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান স্বাক্ষরিত জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের কাছে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়, ‘জেলা প্রশাসক চাঁদপুর হিসেবে জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার আপনাকে জাতীয় পর্যায়ে সাধারণ (দলগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০১৭ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে। এ অর্জনের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’ এ পত্রেই ২৩ জুলাই ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণের কথা জানানো হয়।