ঘোষেরহাটে ট্রাকে পেট্টোল বোমা নিক্ষেপ ও হেলপার মোতালেব নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহদেম মানিককে ১নং আসামী করে ২২জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০-৩৫জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং৫৬। তারিখ ২৯ জানুয়ারী ২০১৫। এই মামলার বাদী হলেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ। গত বুধবার ঢাকা কাঁচপুর থেকে টাইলস্ বোঝাই করে মতলব দক্ষিণে যাওয়ার পথে রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ঘোষেরহাট নামক স্থানে দূর্বৃত্তরা ট্রাকে পেট্টোল মোবা নিক্ষেপ করে। এই সময় ট্রাকের পাশে চট্টগ্রাম নাছিরাবাদ পাহাড়তলীর আঃ হামিদের ছেলে হেলফার মোতালেব (৩৫) বসা ছিলো। ওই সময় পেট্টোল বোমাটি তার গায়ে লেগে আগুন ধরে যায়। সে বাঁচার জন্য গাড়ী থেকে ঝাপিয়ে পড়লে চাকার নীচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি রাস্তার পাশে খালে পড়ে যায়। সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৫৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় ২নং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার মাষ্টার, সাবেক ছাত্রদলের জেলার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, কোড়ালিয়ার মুকবুল খানের ছেলে মেরাজ খান ও প্রফেসর পাড়ার মাহমুদুল হাসান ফয়সাল কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এদের মধ্যে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল আহত অবস্থায় পুলিশ পাহারায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হতরাল অবরোধকে পুঁজি করে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীরা চাঁদপুরে ব্যাপক নাশকতা সৃষ্টি করে। তারই ধারাবহিকতায় বুধবার রাতে চলন্ত গাড়ীতে পেট্টোল বোমা নিক্ষেপে হেলফার নিহত হয়। আইন শৃংখলা স্বাভাবিক রাখার লক্ষ্যে হত্যা মামলায় তাদেরকে আটক করে গতকাল আদালেত প্রেরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকীদের গ্রেফতার করা হবে।