প্রতিনিধি=
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩য় বারে মত দেশব্যাপি ১৮ দলীয় জোটের রেল-নৌ ও সড়ক পথ অবরোধ কর্মসূচির ৪র্থ দিন গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট চাঁদপুুরে নদী সিমানায় নৌ-পথ অবরোধ করে রাখে।
সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও ১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির নেতাকর্মীরাও বিএনপি কার্যালয়ে আসতে শুরু করে। তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পিকেটিং করে। সকাল ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ১৮ দলীয় জোটের কয়েক শতাধিক নেতাকর্মী সমন্বয়ে একটি বড় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রাণকেন্দ্র বড় ষ্টেশন মূল হেডে গিয়ে শেষ হয়। সেখান থেকে ১০-১৫টি ইঞ্জিন চালিত ট্রলার নৌকা নিয়ে মেঘনা মোহনার নদীতে অবস্থান নেয়। নৌকায় অবস্থান নিয়ে দেশের বিরাজমান পরিস্থিতির বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। এ সময় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী এমভি সম্পা লঞ্চকে লক্ষ্য করে অবরোধকারীরা নৌকা থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় সম্পা লঞ্চটি দ্রুত গতিতে চালিয়ে মেঘনা মোহনা অতিক্রম করে। মিছিল ও নৌ পথ অবরোধে নেতৃত্ব দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক ছাড়াও আরো ছিল জেলা বিএনপির সহ-সভাপতি এসএম কামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক দিল মোহাম্মদ জিল্লু, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, সদর থানা জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমির অ্যাডঃ শাহাজাহান মিয়া, সেক্রেটারী অধ্যপক আরিফুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা কাউছার, সেক্রেটারী ইসমাইল হোসেন সহ অন্যান্যরা। নৌ-পথে ১৮ দলীয় জোট নেতাকর্মীরা প্রায় ১ ঘন্টা নদীতে অবস্থান নেয়। এ সময় নদী পথে চলাচলকারী সকল যানবাহন আতঙ্ক গ্রস্থ হয়ে নদীর পাড়ে আটকিয়ে রাখে। নৌ পথ অবরোধ চলাকালে চাঁদপুরে অবস্থানরত কোষ্ট গার্ড সদস্যরা নদীতে তাদের টহল জোড় দার করে। অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ ও চাঁদপুর সদর এএসপি (সার্কেল) সৈকত শাহীনের নেতৃত্বে পোশাকধারী ও সাদা পোষাকের পুলিশ সদস্যরা বড় ষ্টেশন এলাকায় নিরাপত্তা বেষ্টনী জোড়দার করে। দুপুর ১২টায় ১৮ দলীয় জোট নেতাকর্মীরা ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকা গুলো নিয়ে নদী পথে শ্লোগান দিয়ে মুখার্জি ঘাট এলাকায় অবরোধ কর্মসূচি শেষ করে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।