প্রতিনিধি=
চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যনত্দ পাঁচ দিনে সারাদেশে নিহত নেতা-কর্মীদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ গায়েবানা জানাজা আদায় করেন ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ।
জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী বিলস্নাল হোসেন মিয়াজী। অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ সলিমুল্যা সেলিম, শরীফ মোঃ ইউনুছ, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর জামায়াতের আমীর অ্যাডঃ শাহজাহান মিয়া, সেক্রেটারী অধ্যাপক আরিফুলস্না, শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারী, জেলা যুবদলের সহ-সভাপতি বশির আহম্মেদ রিপন, খেলাফত মজলিসের সভাপতি অধ্যৰ আসাদুলস্না, সেক্রেটারী জুনায়েদ হোসেন মুকতার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ছাত্রদল নেতা কামরুজ্জামান হাসানাতসহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।