সাখাওয়াত হোসেন শামীম,হাজীগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা: সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে চলতি বছরের শুরুতে নবগঠিত শিক্ষানীতিমালা আইনে ঘোষিত নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং বানিজ্য আরোপ করার সর্ত্বেও জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো কোচিং বানিজ্য বন্ধ হয়নি। সরকারের শিক্ষা নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে হাজীগঞ্জে এসব শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষকদের প্রাইভেট কোচিং বানিজ্য বন্ধের লক্ষ্যে জেলা মনিটরিং টিমের হস্তক্ষেপ অতি জরুরী হয়ে পড়েছে। খোজ নিয়ে দেখা যায় হাজীগঞ্জ পৌরসভায় অবিস্থিত প্রথম সারির স্কুল কলেজসহ উপজেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায় তথা, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ, বলাখাল জে.এন. স্কুল এন্ড কলেজ, শ্রীপুর উচ্চ বিদ্যালয়, বেলচোঁ উচ্চ বিদ্যালয়, পালিশারা উচ্চ বিদ্যালয়, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়, দেশগাঁও স্কুল ও কলেজ, কাকৈরতলা কলেজ ধড্ডা কলেজ, সুহিলপুর উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়, বাকিলা উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় বলাখাল উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয়, প্যারাপুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, মালিগাঁও উচ্চ বিদ্যালয়, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রায় সব ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে গণিত ও ইংরেজী বিষয়ের শিক্ষকগণ আগের মতই ক্লাশ শুরুর আগে ও পরে শিক্ষার্থীদেরকে ৪/৫’শ টাকা হারে প্রাইভেট পড়াচ্ছেন। এ বিষয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সাথে আলাপকালে জানা যায়, ক্লাসের পড়া বুঝে আসছে না বিধায় স্যারদের কাছে প্রাইভেট পড়তে হয়।
এ বিষয়ে পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন জানান, নীতিমালা আসার পর পরই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার পরও আমার অগচরে যদি কোন শিক্ষক প্রাইভেট পড়ায় সে ক্ষেত্রে কিছু করণীয় নেই। এ দিকে সরকার গৃহিত কোচিং সংক্রান্ত নীতিমালা সম্পর্কে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, সরকার বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত ক্লাসের হার ধার্য করে ৩০০ টাকা, জেলা শহরে ২০০’শ টাকা এবং উপজেলা শহরে ১৫০ টাকা। আমরা এমন নীতিমালা উল্লেখ করে শিক্ষার্থীদের অভিভাকদের কাছে ফরম পূরণের আহ্বান জানিয়েছি।
এ দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লিয়াকত আলীর কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, নতুন শিক্ষা নীতিমালার কাগজপত্র স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। তার পরও যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রাইভেট কোচিং বানিজ্যির সাথে সম্পৃক্ত রয়েছে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারের শিক্ষা নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের জুন মাসে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন কে প্রধান করে শহরের প্রথম সারীর স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা নিয়ে ৯ সদস্যের মনিটরিং টিম গঠন করা হয়। সহসায় হাজীগঞ্জে এ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইভেট কোচিং বাণিজ্য বন্ধের লক্ষ্যে জেলা মনিটরিং টিমের হস্তক্ষেপ অতি জরুরী হয়ে পড়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ