মিজানুর রহমান রানা
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদকে শারীরিক অসুস্থতায় চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদকে দেখতে তাঁর সহকর্মী মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ছুটে আসেন।
জানা যায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ গত ৪ দিন ধরে জ্বর ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তার পরিবারের লোকজন তাকে গতকাল বুধবার সকালে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ সময় চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. সালেহ আহমেদ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসার প্রয়োজনীয় খোঁজ-খবর নেন।
এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ-এর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. কালাম চিশতি, মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, হাফেজ খানসহ তার সহকর্মী মুক্তিযোদ্ধাগণ।
এ ব্যাপারে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত জানান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ জ্বর, ডিসেন্টি (ডায়রিয়া) ও হাইপ্রেসার সমস্যায় ভুগছেন। আমরা তাঁর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি শীঘ্রই তিনি এ সমস্যা থেকে পরিত্রাণ পাবেন।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।