রফিকুল ইসলাম মিয়াজী: গতকাল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান কালু ভুঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টুটুলের পরিচালনায় জেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান কালু ভূঁইয়া বলেন, পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন। এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুল-ত্রুটি ক্ষমা চেয়েছেন। আগামী ঈদুল আযহার পরে হজ পালন শেষে তিনি দেশে ফিরবেন। এ সময়ে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব অন্য নেতার উপর হস্ত্মান্ত্মরের জন্য উপস্থিত সকলের মতামত কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি মাঈনুল হায়দার চৌধুরী, আঃ হান্নান সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু পাটওয়ারী, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হেলাল উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মাঝি, দপ্তর সম্পাদক জন্টু দাস, সাংস্কৃতিক সম্পাদক অরূপ কর্মকার, সদস্য আবুল বাশার, আঃ মালেক, বাদল নন্দী, সদর উপজেলা যুবলীগ সভাপতি নাজমূল হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগ সভাপতি মামুনুর রহমান দোলন, ১২নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মিজি, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সালা উদ্দিন প্রমূখ। বক্তারা সভাপতির হজ পালনের সময়টুকুতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি মাঈনুল হায়দার চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রস্ত্মাব করলে সকলের সম্মতিক্রমে মিজানুর রহমান কালু ভূঁইয়া ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুল হায়দার চৌধুরীর নাম ঘোষণা করেন এবং সকলকে জেলা যুবলীগের সাংগঠনিক কাজে পূর্বের ন্যায় বর্তমানে এবং ভবিষ্যতে সহযোগিতার আহবান জানান। সভায় জেলা যুবলীগ পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি ও স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরের সু-স্বাস্থ্য ও কর্মময় জীবনের সফলতাও কামনা করেন।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।