অভিজিত রায় ॥ চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেরর আহবানে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের নতুন বাজারস্থ গোপাল জিউর মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা জন্মাষ্টমি উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দিরের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেরর জেলা কমিটির সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার। সভায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অযাচক আশ্রমের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রফেসর রনজিত বনিক, সদস্য-সচিব রাধা গোবিন্দ ঘোষ, ঐক্য পরিষদের সহ-সভাপতি অজিত সাহা, ব্রজ বল্লভ দাস, গোপাল সাহা, সহ-সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, বিমল চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ নেতা গৌতম রায় চৌধুরী, প্রশান্ত সেন, অরুপ কর্মকার, পলাশ মজুমদার, প্রচার সম্পাদক অভিজিত রায়, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ প্রমূখ। সভায় বক্তারা বলেন, আগামী ৪ ডিসেম্বর ঢাকার সোরওয়াদী উদ্যানে মহাসমাবেশ সফল করতে আমাদের স্ব স্ব দিক থেকে ব্যাপক প্রস্তুতি থাকতে হবে। চাঁদপুর জেলা থেকে যাতে উল্ল্যেখ যোগ্য সংখ্যক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিন হন সে ব্যবস্থা করতে হবে। আমরা প্রমান করতে চাই আমাদের সকল সাম্প্রদায়িতাকে উপরে ফেলে আমাদের মাতৃভূমিতে যোগ্য নাগরিকের ন্যায় বসবাস করবো। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী ৪ তারিখের মহাসমাবেশকে সফল করতেই হবে।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।