স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের জে টি সি শ্রমিক কলোনিতে যৌতুকের জন্য নববধু মুক্তা বেগম(২০), গলায় ফাঁস দিয়ে আত্রহত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে,সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেটিসি শ্রমিক কলোনির আলমগীর হোসেন বেপারীর ছেলে কাউসার ওরফে সুজন বেপারীর বসত ঘরের আড়াঁর সাথে। ঘটনার পর চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ত্রিনাথ লাশটি উদ্বার করে মডেল থানায় নিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়,গত প্রায় ৭ মাস পূর্বে শহরের বাবুর হাট শিলনদিয়া ভুঁইয়া বাড়ির মনির হোসেনের মেয়ে মুক্তা বেগমের সাথে বকুলতলা এলাকার আলমগীর হোসেন বেপারীর ছেলে ফার্র্নিচার মেস্তরী কাউসার মো:সুজনের বেপারীর সাথে বিয়ে হয়। মুক্তা বেগমের চাচা আনোয়ার হোসেন জানান,বিয়ের সময় সুজনকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। কয়েক মাস না যেতেই সুজন ব্যবসার জন্য মুক্তা বেগমের বাবার কাছ থেকে ১লক্ষ যৌতুক দাবী করে। মুক্তা বেগমকে বাবার কাছ থেকে ১লক্ষ এনে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে এবং শারীরিক নির্যাতন চালায়। মুক্তা বেগম সুজনের নির্যাতনের কথা তার পিতাকে মোবাইল করে জানাত সব সময়। সোমবার সন্ধ্যায় যৌতুকের জন্য মুক্তাকে শারিরিক নির্যাতন করার পর সে আত্রহত্যা করতে বাধ্য হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ত্রিনাথ জানান, লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।