চাঁদপুর শহরের মঠখোলায় বাহের খলিশাডুলী আদর্শ হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক পাটওয়ারীর ছেলে মাকছুদ ভাড়াটিয়া বাসায় হিন্দু সম্প্রদায়ের মেয়ে ও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীকে ফ্লাট বাসায় আটকে জোরপুর্বক অনৈতিক কার্যকলাপের সময় স্থানীয় জনতার দু’ জনকে আটক করে। আটককৃত দু’জনকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করার পর গত মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করলে তাদের উভয় পরিবার আইনি সহায়তা না চাওয়ায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, বলাখাল রামপুর গ্রামের সৈয়দপুর বাসিন্দা মোজাম্মেল হক চাঁদপুরে ২০০৫ সালে মঠখোলা বাহের খলিশাডুলী এলাকায় প্রাইভেট আদর্শ হোমিও প্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করে। পাশে দীর্ঘ কয়েক বছর যাবৎ বিটাকের কর্মচারী রফিকুল ইসলাম গাজীর ছেলে হাসমতের গাজীর বাড়ির ২য় তলা ভাড়া নিয়ে বসবাস করে। গত কয়েকদিন পূর্বে অধ্যক্ষ মোজাম্মেল হক পাটওয়ারীর বাবা মৃত্যু বরণ করায় ভাড়াটিয়া বাসায় তার দ্বিতীয় ছেলে মাকছুদকে রেখে দেশের বাড়ি মতলবে স্বপরিবারে অবস্থান করে। সেই সুযোগে মাকছুদ গত সোমবার রাত ৮টায় তার প্রেমিকাকে কৌশলে বাসায় নিয়ে আসে। কলেজ পড়–য়া মেয়েটি মোজাম্মেল হকের বাসায় প্রবেশের সময় স্থানীয় দোকানদার ও এলাকার সচেতন ছেলে দেখে সন্দেহ করে। পরে দীর্ঘসময় মেয়েটি অধ্যক্ষ মোজাম্মেলের বাসায় অবস্থান করায় স্থানীয় যুবকরা দ্বিতীয় তলায় উঠে জানালার ফাঁক দিয়ে জোড়পূর্বক মাকছুদ মেয়ের সাথে অনৈতিক কাজ করার সময় নগ্ন ভিডিও করে মোবাইলে ধারণ করে। এর কিছুক্ষণ পর মাকছুদ বাসা থেকে বের হয়ে পুনরায় বাসায় ঢুকার পথে স্থানীয় যুবকরা ভিতরে ঢুকে তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা অগোছালো ও সন্দেহজনক কথা বার্তা বলায় স্থানীয়রা তাদেরকে আটক করে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করার পর এএসআই আওলাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে অধ্যক্ষের ছেলে মাকছুদ ও হিন্দু সম্প্রদায়ের অসহায় মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের উভয় পরিবার থানায় যাওয়াির পর তারা একে অপরকে বিয়ে করবে বলে অটল থাকায় ক্ষিপ্ত হয়ে তাদের উভয় পরিবার থানা থেকে চলে আসে। পুলিশ তাদেরকে আদালতে পাঠানোর উভয় পরিবার সন্তানদের অপরাধের কারণে ক্ষিপ্ত হয়ে আইনি সহায়তা না নেয়ায় জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আদর্শ হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও আটককৃত মাকছুদের বাবা মোজাম্মেল হক পাটওয়ারী জানায়, দ্বিতীয় ছেলে মাকছুদ এ ধরণের ঘটাবে তা জানা ছিলো না। তার কর্মের ফলে বর্তমানে জেল হাজতে রয়েছে। যদি বাবা মার কথা শুনে হিন্দু মেয়েকে ত্যাগ করতে পারে তাহলে আইনি সহায়তা নিয়ে তাকে বের করা হবে। এদিকে হিন্দু সম্প্রদায়ের মেয়ের বাবা জানায়, তার মেয়ে নিজের ভুল বুজতে পেরেছে। লম্পট মাকছুদ তার যে সর্বনাশ করেছে ও কলঙ্কিত করেছে আইনের মাধ্যমে তার বিচার প্রার্থনা করবো।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

