প্রতিনিধি
চাঁদপুর শহরের সেনেরদিঘির পাড় এলাকায় কথিত জ্বিন ভুতের আছর নিয়ে তোলপাড় চলছে। ঘটনাটি হচ্ছে ওই এলাকার আলী আকবর আখনের বাড়িতে। এলাকার ক’জন জানান, ঈদুল আজহার পর হঠাৎ কে বা কারা যেনো পানির ফোটা ও থথু নিক্ষেপ করে তার ঘরে। ঈদের সময় আলী আকবর আখনের ফ্রিজে মাংস রাখলে দু’দিনের মধ্যে নাকি মাংসগুলো পচে যায়। সেগুলো বাড়ির সামনে পুঁতে রাখা হয়। এর ক’দিন পরই বাড়ির শিশুদের কথিত জ্বিন-ভুত নাকি আছর করে। ঘরের ভেতর থাকা রুমগুলোতে দিন ও রাতের যে কোনো সময় কোথা থেকে যেনো বিছানার উপর এক ফোটা পানি পড়ে পুরো বিছানা ভিজে যায়। শুধু রান্না ঘরে পানি পড়ে না। ওই পানিগুলো থেকে দুর্গন্ধ বের হয়। আবার কখনো কখনো থুথু পড়ে ঘরের মধ্যে। এ ঘটনার পর থেকে বিভিন্ন মাওলানা ও পীরের কাছ থেকে পানি পড়া এনে ছিটিনো হয়। এরপর বিভিন্ন কবিরাজের কাছেও এর প্রতিকারের জন্যে দ্বারস্থ হন। ইতিমধ্যে পাঠাও বলি দিয়েছেন আলী আকবর আখন। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান ঘটেনি বলে এলাকাবাসীর মধ্যে এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
গতকাল শুক্রবার সকালে আলী আকবর আখনের বাড়ির সামনে গিয়ে এ সম্পর্কে জানতে চাইলে পত্রিকার লোক পরিচয় পেয়ে আলী আকবর আখন তার বাড়ির ভেতরে ঢুকতে দেননি। তিনি বিডিআরের সাবেক অবসরপ্রাপ্ত সৈনিক। তার কাছে কোনো কিছু বলার আগেই তিনি জানান, ঈদের আগেই সব সমস্যা সমাধান হয়ে গেছে। আমরা নিজেরাই নামাজ পড়ে তা সমাধান করেছি। আপনারা চলে যান এ বাড়িতে কোনো সমস্যা নেই। বিদ্যুতের জন্য ফ্রিজের মাংস নষ্ট হয়ে গেছে, তাই পুঁতে ফেলো হয়েছে। অন্য সব কাহিনী মিথ্যা বলে জানান।