নবম শ্রেণীর ছাত্র ফাহিম মুনতাসির শামীমের (১৬) ঝালমুড়ি খুব প্রিয় ছিলো। সেদিন সন্ধ্যায় মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির সামনে ঝালমুড়ির দোকানে যান তিনি। গিয়ে ঝালমুড়ি খান। খাওয়া শেষে সড়ক পার হতে গিয়ে ঘটে বিপত্তি। দ্রুতগামী একটি মোটরসাইকেল ফাহিমকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে গত শুক্রবার হাজীগঞ্জ পশ্চিম বাজারের পৌর বাস টার্মিনাল সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর। মারাত্মক আহত ফাহিম চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৪ দিন পর রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার দুপুরে মারা যান। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন মিন্টুর ছেলে।
স্থানীয়রা জানান, সড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির সাইকেলটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ফাহিম। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।
এদিকে দুর্ঘটনা ঘটিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চালক। গাড়িটি স্থানীয়দের জিম্মায় রয়েছে বলে জানা গেছে। এদিকে ফাহিমের লাশ মকিমাবাদ নিজ বাড়িতে পেঁৗছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান নিহতের সহপাঠীরা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, বিয়ষটি আমাদেরকে কেউ জানায়নি। ঘটনা শুনেছি। আমরা খবর নিচ্ছি। আর নিহতের পরিবার মামলা করলে আমরা মামলা নেবো।