স্টাফ রিপোর্টার:এবার বৈশাখী উৎসবকে ঘিরে পাওয়া গেছে তিন দিনের টানা ছুটি। আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখ ১৪২৩ বাংলা সনের প্রথম দিন। তাই নিয়ম অনুযায়ী সরকারি ছুটি। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই জনস্রোত ঠেকায় কে? টানা তিনদিনের ছুটি পেয়ে সবাই বাড়ি ফিরছে।
লঞ্চ, স্টীমার, বাস ও রেলস্টেশনে মানুষের উপচেপড়া ভিড়। গতকাল বুধবার ঢাকা থেকে প্রতিটি লঞ্চে প্রচুর পরিমাণে যাত্রী চাঁদপুর এসেছে। অনেকে ইচলী হয়ে রায়পুর-লক্ষ্মীপুরে গেছেন। ঈদের ছুটিতেও এমন মানুষ হয়েছে। গতকাল বুধবার লঞ্চ ঘাটে এবং শহরে মানুষের ঢল নেমেছে।