এম এ আকিব,
* বারবার বিদ্যুত কেন্দ্র স্থাপন সম্ভব নয় : ডা. দীপু মনি এমপি
* বালু ব্যবসা বন্ধে প্রতি সপ্তাহে অভিযান হবে : জেলা প্রশাসক
॥ চাঁদপুরে ১২শ’ কোটি টাকা ব্যায়ে নির্মিত ১৫০ মেগাওয়াইট বিদ্যুৎ কেন্দ্রটি ঝুকির সম্মুখিন। আর এর প্রধান কারন হিসেবে শহরের ট্রাকঘাটে (আইডব্লিউটি মোড়) বালু ব্যাবসার কথা উল্লেখ করে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ১২শ’ কোটি টাকা ব্যায়ে নির্মিত চাঁদপুরের একমাত্র বিদ্যুত কেন্দ্রটি নস্ট হওয়ার পথে শুধুমাত্র বালু ব্যাবসায়ীদের কারণে। রোববার চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সামান্য বালু ব্যবসার কারনে এতো টাকা ব্যায়ে একটি বিদ্যুত কেন্দ্র নস্ট হয়ে যাবে এমনটি হতে দেয়া যাবে না। আমাদের দেশ এতো ধনি রাষ্ট্র নয় যে, বারবার বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে পারবো। এবার সম্ভব হয়েছে ১২শ’ কোটি টাকায়, এরপর লাগবে ২৪শ’ কোটি টাকা। সূতরাং এখানে বালু ব্যাবসা করতে দেয়া যাবে না। বালু ব্যবসা করতে হলে অন্য স্থানে করা হোক, সেখানে তাদের কিছু বলা হবে না।
পরে এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে ইতিপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাকঘাটে অবৈধ বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে। তারা পূনরায় এ স্থানে বালু ব্যবসা শুরু করেছে। এটি বন্ধে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান ।