মিজান লিটন
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের হেল্পার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে। নিহত ট্রাক্টর হেল্পার রঘুনাথপুর ওয়াপদা এলাকার কাজল মিয়ার ছেলে ইবু (২০)। দ্রুতগ্রামী ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ইবু মারা যান।
স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে তারা জানান, ইবু ট্রাক্টরের হেল্পার হিসেবে কাজ করতেন। প্রতিদিন বালুভর্তি ট্রাক্টরের সাথে ইবু বালিয়া যেতেন। গতকালও বালু ভর্তি ট্রাক্টরটি দুপুর ২টার সময় দ্রুত গতিতে বালিয়ায় মফিজ ডাক্তারের মিলের কাছ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যান ইবু। ইবু যে রাস্তায় পড়ে গেছে তা ট্রাক্টরটিতে থাকা কেউই দেখতে পাননি বলে এলাকাবাসী জানান। এতেই বুঝা যায় ট্রাক্টরটি কতটা বেপরোয়াভাবে চালাচ্ছিলেন চালক। পরে স্থানীয় দোকানদারগণ তাকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে ট্রাক্টরের চালক ও মালিক পলাতক রয়েছেন।