মিজান লিটন
ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র নাছির উদ্দিন আহাম্মেদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর পৌরসভার মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সদ্য ঘোষিত পৌরসভার আদর্শকর তফসিল ২০১৪ নতুন সংশোধিত ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনাক্রমে পৌর মেয়র অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ট্রেড লাইসেন্সের বৃদ্ধিকৃত প্রদেয় ফি অর্ধেক মওকুফ করে দেন। পৌর মেয়রের এ ধরনের মানবিক ও মহতী উদ্যোগের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময়কালে পৌর মেয়র বলেন, এতোদিন যাবত পৌরসভা আদর্শকর তফসিল ২০০৩-এর আলোকে ট্রেড লাইসেন্স ফি আদায় করা হতো। কিন্তু বর্তমানে ২০১৪-এর নতুন সংশোধিত গেজেটের আলোকে সারাদেশে পৌরসভার উন্নয়নের স্বার্থে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ফি বৃদ্ধি করা হয়েছে। তবে আমি মনে করি, পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কেউ কষ্টের শিকার হবে তা আমি মানতে রাজী নই। পৌরবাসীসহ ব্যবসায়ীদের কল্যাণ সাধন করাই আমার লক্ষ্য। তিনি সংশোধিত নতুন গেজেটে আরোপিত ৪০% সাইনবোর্ড ফিও মুকওফ করে দেন। তিনি আরো বলেন, আমি দায়িত্ব নেয়ার পর পৌরসভাকে অবকাঠামো উন্নয়ন বা সেবার মাঝেই সীমাবদ্ধ রাখিনি। শিক্ষা সংস্কৃতি সেবা, মসজিদ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে পৌরসভা কাজ করেছে। প্রদান করেছে আর্থিক সহযোগিতা, ব্যবসায়ীদের সুবিধার্থে ট্রাকঘাট ইজারা প্রথা, নতুনবাজার পুরাণবাজার সেতুর টোল প্রথা বাতিলসহ বহু উন্নয়নমূলক কাজ করেছি। যা করা হয়েছে ব্যবসায়ীক স্বার্থে, অর্থনৈতিক উন্নয়ন না হলে সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এই উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কোন দলমত বা রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেইনি। প্রাধান্য দিয়েছি পৌরবাসীর উন্নয়নকে। পৌরবাসীর সুবিধার্থে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়েছি। পৌরসভার ওয়েব সাইটে এখন যে কোনো তথ্য পৌরবাসী ঘরে বসে জানতে পারেন। একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাকে গড়ে তোলতে চেষ্টা করছি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোসতাক হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, কুমিল্লা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমআই মমিন খান, কুমিল্লা রোড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী মমিন মিয়া গাজী, কম্পিউটার সমিতির সভাপতি মোঃ ফিরোজ আহমেদ সুমন, বেকারি মালিক সমিতির সভাপতি এসএম জয়নাল আবেদীন, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজ দেওয়ান, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোকন কর্মকার, পৌর লাইসেন্স পরিদর্শ মোঃ মোশারফ হোসেন প্রমুখ। ব্যবসায়ী নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান খান, এমএ হাসান লিটন, সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।