প্রতিনিধি ==
শত শত ট্রেনযাত্রীর জীবন বাঁচানোর জন্য চাঁদপুরের কৃষক তাজুল ইসলামকে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার বিকেলে রেলমন্ত্রী মো. মুজিবুল হক সাহসী তাজুলের হাতে এক লাখ টাকার পুরস্কার তুলে দেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে পাঁচ শতাধিক যাত্রীর প্রাণ বাঁচান কৃষক তাজুল। দুর্বৃত্তরা রেলপথের স্লিপার তুলে ফেলেছিল। কিন্তু ভোরে বাড়ি থেকে বের হয়ে বিষয়টি বুঝতে পেরে তাজুল একটি লাঠির মাথায় স্ত্রীর লাল কাপড়ের একটি টুকরো বেঁধে রেললাইন ধরে ছোটেন। এতে ট্রেন থামিয়ে দেন চালক। রক্ষা পায় যাত্রীদের জীবন।
পুরস্কার তুলে দেওয়ার আগে রেলমন্ত্রী বলেন, ‘কৃষক তাজুল শুধু যাত্রীদের প্রাণ ও রেলের সম্পদ রক্ষা করেননি, দামাল বাঙালি জাতির মুখও উজ্জ্বল করেছেন। তাই তাঁকে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর কীর্তির সামান্য স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাজুলের অনুরোধে তাঁর ছেলেকে দৈনিক মজুরি ভিত্তিতে চাকরিরও প্রতিশ্রুতি দেওয়া হয়। এর আগে তাঁকে চাঁদপুর প্রশাসন ২৫ হাজার টাকা দেয়। রেলওয়ের সম্পদ রক্ষায় রেল কর্মচারী আশরাফুল ইসলামকে একই অনুষ্ঠানে ৫০ হাজার টাকার পুরস্কার দেন রেলমন্ত্রী।