জেলা প্রতিবেদক
: অবরোধকারীদের নাশকতার হাত থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন রক্ষা করেছিলেন তাজুল। বাঁচিয়েছিলেন প্রায় ৫০০ যাত্রীর প্রাণ। সেই তাজুলের বাবা মহব্বত আলী একই স্থানে মারা গেলেন ট্রেনের ধাক্কায়।
আজ শুক্রবার সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে সাতটায় তাজুলের বাবা মহব্বত আলী ওয়ারুক রেলস্টেশনে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
মেহের রেলওয়ে স্টেশনমাস্টার মোস্তফা জানান, প্রতিদিনের মতো রেললাইন-সচল পরীক্ষা করতে লাকসাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ইঞ্জিনটি যাচ্ছিল। শিবপুর নামক স্থানে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ইঞ্জিনটি ধাক্কা দিলে মহব্বত আলী মারা যান।
তাজুল জানান, তার বাবা মহব্বত আলী চোখে খুব বেশি একটা দেখতেন না। এমনকি কানেও শুনতেন না।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে থানা পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর নিশ্চিত দুর্ঘটনা থেকে ট্রেনকে বাঁচিয়ে তাজুল পুরস্কার পেয়েছিলেন। পুরস্কার পাওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে ঘটল এ দুর্ঘটনা।