শহর প্রতিনিধি
চাঁদপুরে রামদাসদীর লম্পট ফারুক ডজন খানিক বউ পাল্টিয়ে মিথ্যা মামলা জড়িয়ে বৈধ স্ত্রীকে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন ও প্রতারণা মামলার আসামী ফারুক দীর্ঘদিন জেলহাজত খেটে মামলা তুলে নেয়ার জন্য স্ত্রী লাভলী বেগমকে বেশ কয়েকটি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। জানাযায়, গত ২০১১ সালের মার্চ মাসের ২৭ তারিখে ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদীর গ্রামের মৃত আবুল কালাম খার ছেলে ফারুক খান প্রতারণা করে বাগাদীর রশিদ শেখ বাড়ির মমতাজ শেখের মেয়ে লাভলী (২৪) কে বিয়ে করে। বিয়ের দিন প্রতারণা করে কাবিন নামার ফর্মে স্বাক্ষর করার নামে স্ত্রী লাভলীর হাতে অলিখিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে রাখে। তার শ্বশুড়ের কাছ থেকে ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে আত্মসাৎ করে এক মাস যেতে না যেতেই লম্পট ফারুক অলিখিত স্ট্যাম্পে তালাক নামা লিখিয়ে স্ত্রী লাভলীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এভাবে এক ডজন খানি মেয়েকে বিয়ে করে একই কায়দায় প্রতারণা করে যৌতুকের টাকা আত্মসাৎ করে। ঘটনার পর ফারুক খানের বৈধ স্ত্রী লাভলী উপায়ন্তু না দেখে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ফারুক ও তার রক্ষিতা লাকী বেগমকে বিবাদী করে একটি মামলা দায়ের করে। মামলা নং ১৩, তারিখ ০৯/০৭/২০১১। এ ঘটনায় প্রতারক ফারুক খানকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘ তিন মাসপর জেল থেকে বের হয়ে মামলা থেকে রেহাই পাওয়ার আশায় স্ত্রী লাভলী বেগম ও তার বাবা-মা এবং আত্মীয় স্বজনকে জড়িয়ে ৫টি চাঁদাবাজির মামলা দায়ের করে। মডেল থানার তদন্তকারী কর্মকর্তা মামলাগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় প্রতিবেদন দাখিল করে। এর মধ্যে একটি মামলা আদালত খারিজ করে দেয়। স্ত্রীর দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য লম্পট ফারুক বেশ কয়েকবার শহরের বিভিন্ন জায়গায় ও আদালত প্রাঙ্গণে স্ত্রী লাভলীকে একা পেয়ে মারধর করে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এক সন্তানের জননী লাভলী বাবার বাড়িতে থেকে বহু কষ্টে মানবেতর জীবনযাপন করছে।
একটি সূত্র জানায়, ফারুক খান চাঁদপুরে বিভিন্ন এলাকায় বসবাসকারী লাকী বেগম, মুন্নি, বিলকিছ, লাভলী, খাদিজাসহ এ পর্যন্ত ডজন খানিক মেয়েকে প্রতারণা করে বিয়ে করে। সে বিয়ের পর স্ত্রীদেরকে অবৈধ দৈহিক ও জাল টাকার ব্যবসা করতে বাধ্য করে। তার বিবাহিত স্ত্রী মুন্নিকে দিয়ে জাল টাকা পাচার করার সময় পুলিশ গ্রেফতার করে। বর্তমানে মুন্নি জেল হাজতে রয়েছে। তার দেহরক্ষী তিন সন্তানের জননী লাভলী নামক মেয়েকে দিয়ে মিশন রোড সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের মোল্লা বাড়িতে ভাড়া নিয়ে পতিতা ও মাদকের রমরমা বাণিজ্য করে আসছে। এভাবেই একের পর এক স্ত্রী পাল্টিয়ে এবং স্ত্রীকে দিয়ে অবৈধ ব্যবসা করাতে বাধ্য করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।