স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট কবি ও লেখক ডাঃ আহসান উল¬াহ্-এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে চাঁদপুরের সর্বস্তরের কবি ও লেখকবৃন্দের মানববন্ধন গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমীর সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাঁদপুরের কবি, লেখক, সাংবাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সকল স্তরের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। চাঁদপুর লেখক পরিষদের সভাপতি এ.এফ এম ফতেউল বারী রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় সাহিত্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তছলিম হোসেন হাওলাদার, চাঁদপুর লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরে আলম পাটওয়ারী, সাহিত্য কন্ঠের সম্পাদক সুমন কুমার দত্ত, জাতীয় সাহিত্য পরিষদ কার্যনির্বাহী সদস্য সরকার তৌহিদ, ফরিদগঞ্জ লেখক ফোরাম চাঁদপুর শাখার সহ-সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রনি, রংধনু সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি রাজিব সাহা, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন মিয়াজী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রংধনুর সভাপতি মুক্তার হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন, নৃত্য প্রশিক্ষক তৌফিক শাওন, লেখক পরিষদের সদস্য আসাদুল¬াহ কাহাফ, চাঁদপুর সংবাদপত্র হকার্স সমিতি চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক জামাল হোসেনসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।
চাঁদপুর নিউজ সংবাদ