স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি, চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রথিতযশা চিকিৎসক ডাঃ এম.এ. গফুরের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল সম্মেলন কক্ষে চাঁদপুর ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম। জন্মদিন উপলক্ষে এরপর ডাঃ এম.এ. গফুরকে সমিতির পক্ষ থেকে এবং রোটারী ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। ডাঃ এম.এ. গফুরের ব্যাক্তি জীবনে সমাজের জন্য বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান দেওয়ান আরশাদ আলী, ডাঃ এম.এ. গফুরের পরিবারের পক্ষে তার ছেলে যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. সায়ের গফুর, হাসপাতালের চিকিৎসক ডাঃ মো. খবির উদ্দিন, হাসপাতালের স্টাফদের পক্ষে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজম। সবার কাছে দোয়া ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন আলহাজ¦ ডাঃ এম.এ. গফুর। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক মোস্তাক হায়দার চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মোঃ হোসেন খান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, হাসপাতালের চিকিৎসক ডাঃ সাবেরা ইসলাম, ডাঃ শাহনাজ তালুকদার, ডাঃ ইসরাত জাহান, ডাঃ মশিউর রহমান, ডাঃ মাকসুদা বেগম নীলা, ডাঃ ফারহানা বিনতে খায়ের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ পীযুশ কান্তি বড়–য়া, রোটারিয়ান কাঞ্চন, রোটারিয়ান রফিকুল ইসলাম, হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা ডাঃ এম.এ. গফুরের দীর্ঘায়ু কামনা করেন এবং সামাজিক কাজে তার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।