স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনিকে বরণ করতে আসা সদর উপজেলার বাখরপুরের যুবলীগের কর্মীদের মারধরসহ মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা।
জানা যায়, বাখরপুর এলাকা থেকে যুবলীগ কর্মীরা প্রায় শতাধিক মোটর সাইকেল নিয়ে চাঁদপুরে রওয়ানা দেন। পথিমধ্যে কিছু মোটর সাইকেল পেছনে থাকলে অবরোধকারীরা তাদেরকে অস্ত্র ঠেকিয়ে বেদম মারধর করে। তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ভাংচুরসহ পুড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় রবিউল্যা (৩২), নবীন হোসেন (২৮), জাহাঙ্গীর সিকদার (২৯), সুমন (২০), জসীম (১৫) ও খালেক (৩০)কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের দেখতে গতকাল রাতে হাসপাতালে ছুটে আসেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, সদস্য মোহাম্মদ আলী মাঝি, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া, হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আতিক পাটওয়ারী, শহর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল মাঝিসহ নেতৃবৃন্দ।
অবরোধকারীদের হাতে যুবলীগ কর্মীরা আহত হওয়ায় এবং মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার খবর শুনে চাঁদপুর ও হাইমচর থেকে পুলিশ সদস্যরা ছুটে আসে এবং ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করে।