চাঁদপুর রিপোর্ট ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপির সৌজন্যে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল ১৫ আগস্ট স্কুল ও কলেজ মিলনায়তনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় । কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । এ সময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,কলেজের সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার কচি, সহকারী অধ্যাপক কামরুল হাসান,সহকারী অধ্যাপিকা আলেয়া চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃশাহাদাৎ হোসেন ,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,স্থানীয় যুবলীগের নেতা আবুল কাসেম কারী,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল কারী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান,সহকারী শিক্ষক মোঃদিদার হোসেন মিজি প্রমুখ । ক্যাম্পাসে চারা রোপন শেষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।