চাঁদপুর নিউজ রিপোর্টার
দীপু মনির ভ্যানিটিব্যাগে জাদু আছে� শীর্ষক সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ইনকিলাবের সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদক ও চাঁদপুর প্রতিনিধির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন ইনকিলাবের চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্নান। গত বুধবার চাঁদপুর সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে�র আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মানহানির অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু গত ২৬ নভেম্বর �১৩ শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। এর আগের দিন ২৫ নভেম্বর �১৩ ইনকিলাব পত্রিকায় প্রকাশিত সংবাদটিতে ডাঃ দীপু মনির বিভিন্ন অনিয়ম, দুর্নীতিও স্বজনপ্রীতির বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
ইনকিলাবের পক্ষে মামলাটি পরিচালনা করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিম আকবর। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ কামালউদ্দিন, অ্যাডঃ আবুল কালাম সরকার, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ আবদুল্লাহিল বাকি, অ্যাডঃ মঞ্জুরুল ইসলামসহ বিপুল সংখ্যক আইনজীবী বিবাদী পক্ষে ছিলেন। বাদী পক্ষে ছিলেন অ্যাডঃ আবদুল্লা আল মামুন।
অ্যাডঃ সেলিম আকবর জানান, আদালত ইনকিলাবের জেলা প্রতিনিধি বিএম হান্নানকে জামিন প্রদান করেছেন এবং ইনকিলাব সম্পাদকসহ অন্য বিবাদীদের আদালতের হাজির হওয়ার সমন জারি করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে।